প্রথমে আপনি মেয়ে টির দিকে তাকিয়ে থাকুন,যখন মেয়ে টি আপনার
দিকে তাকাবে তখন আপনি একটা সুন্দর হাসি দিয়ে মাথাটা নিচের দিকে করে মুখ টা ঘুরিয়ে নিন।তবে
হাসি টা যেন বোকাটে হাসি না হয়ে যায়।কিছু দিনের মধ্যে মেয়ে টি impress হয়ে যাবে।
মেয়েটির সাথে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলুন।বেশি কোরে ওর কথা
শুনুন।তবে প্রথমেই বেশি propose করবেন না,যখন মনে হবে মেয়েটি পুরোপুরি আপনার দিকে হয়ে
গেছে তখন মেয়ে টি কে কোনো ভালো জায়গায় নিয়ে গিয়ে romantick ভাবে propose করুন।আশাকরি
মেয়ে টি না বলবে না।
যদি মেয়েটি আপনার grup এর মধ্যে হয় তাহলে ওর টি কথা কে সমর্থন
করুন।
মেয়েটি যদি আপনাকে প্রথম থেকেই জানে তাহলে ওর সামনে ভালো ছেলে
হয়ে থাকার চেষ্টা করুন।সবসয় ওর কে্যার করুন।
যে মায়ে টির সাথে লাইন মারতে চান, সেই মেয়েটি কে একবার চোখ
মারুন,যদি ও আপনাকে পচ্ছন্দ করে তাহলে ১০০% replay করবে।
মেয়েটিকে কখনো propose করোনা।শুধু friendship বারিয়ে যাও।তারপর
এক দীন বলো “তোমাই এক টা কথা বলবো?” কিন্ত আপনি বলবেন না।ওকে ভাবতে দীন আপনি কী বলতে
চান……ব্যস মেয়ে টি বুঝে নেবে।
যদি মেয়েটি আপনাকে পচ্ছন্দ না করে তাহলে বেশি চিন্তা কবেন না,
মেয়েটিকে সাহায্য করার জন্য সবসময় rady থাকুন,আগে যদি মেয়েটি আপনাকে না বলে থাকে তাহলে
এমন করে থাকবেন যেনো মনেহয় আপনি তাকে প্রচন্ড ভালো বাসেন।
কোনো মেয়ের সাথে যদি লাইন মারতে চান তাহলে প্রথমে তার দিকে
এমন ভাবে তাকাবেন যাতে মেয়েটি বুঝতে পারে যে আপনি তার সাথে লাইন মারতে চাইছেন।পরে তাকে
আকটা address জিঙ্গাসা করুন,তারপর friendship,তারপর ভালোবাসা।
যে মেয়েটি কে পটাতে চাইছেন তারসাথে
যদি হটাৎ করে কোনো জায়গায় দেখা হয়ে যায় তাহলে আপনি এমন কথা বলুন যেনো মনে হয় আপনি তার
কথাই ভাবছিলেন।
আপনি যে মেয়ে টি কে চাইছেন সেই মেয়ে টির সামনে তার বন্ধুদের
প্রসংসা করুন।
মেয়েরা তাদের চুলের প্রশংসা সুনতে খুব ভালোবাসে,তাই তাদের চুলের
প্রশংসা করুন।
মেয়েরা সেই ছেলেদের বেশি পচ্ছন্দ করে যারা সবসময় খোলা মনে কথা
বলে।তাই মেয়েদের সামনে লাজুক ছেলে হবেন না।
কোনো মেয়ে কে যদি ভালো লেগে যায় তাহলে তাকে impress করবার চেষ্টা
করুন,মেয়ে টি যখন বুঝতে পাড়বে এবং আপনার দিকে তাকাবে তখন আপনি মেয়েটির দিকে আর তাকাবেন
না।মেয়েটি impress হয়ে যাবে।
মেয়েটির কাছে অন্য ছেলে দের সম্পর্কে খারাপ খারাপ কথা বলুন।বলুন
এখন কার ছেলে দের কাছে ভালোবাসা টা একেবারে time pass হয়ে গেছে।
যে মেয়েটি কে পটাতে চাইছেন তারসাথে
যদি হটাৎ করে কোনো জায়গায় দেখা হয়ে যায় তাহলে আপনি এমন কথা বলুন যেনো মনে হয় আপনি তার
কথাই ভাবছিলেন।
আপনি যে মেয়ে টি কে চাইছেন সেই মেয়ে টির সামনে তার বন্ধুদের
প্রসংসা করুন।
মেয়েরা তাদের চুলের প্রশংসা সুনতে খুব ভালোবাসে,তাই তাদের চুলের
প্রশংসা করুন।
মেয়েরা সেই ছেলেদের বেশি পচ্ছন্দ করে যারা সবসময় খোলা মনে কথা
বলে।তাই মেয়েদের সামনে লাজুক ছেলে হবেন না।
কোনো মেয়ে কে যদি ভালো লেগে যায় তাহলে তাকে impress করবার চেষ্টা
করুন,মেয়ে টি যখন বুঝতে পাড়বে এবং আপনার দিকে তাকাবে তখন আপনি মেয়েটির দিকে আর তাকাবেন
না।মেয়েটি impress হয়ে যাবে।
মেয়েটির কাছে অন্য ছেলে দের সম্পর্কে খারাপ খারাপ কথা বলুন।বলুন
এখন কার ছেলে দের কাছে ভালোবাসা টা একেবারে time pass হয়ে গেছে।
যদি আপনার ৫৫ টি থেকে থাকে তবুও আপনি তাকে বলবেন "তুমিই আমার প্রথম প্রেম"
সত্যি দারুন দিলেন দাদা ; ফাতা ফাতি.........। ভাবনে না আমি আপনা কে পটাচ্ছি............গুল মারলাম
ReplyDeleteদাদা।। আপনার লেখা টা কপি করছি কিছু মনে করবেন না । হা এটা আমি কোন সাইট এ দেব না। আমি নোট করে রাখবো ; যদি কোন ভুল করে থাকি ক্ষমা করবেন্'
ReplyDeleteকপি করে PDF বানাইয়া ফেললুম! মনে করলেও কিছু করার নেই!!
ReplyDeleteato sundor kotha koi chilo]
ReplyDeleteফেটে গেলো তো
ReplyDeleteকী দিলে
ReplyDeleteআসাধারন
ReplyDeleteআসাধারন
ReplyDeleteদারুণ
ReplyDeleteধন্যবাদ বস
ReplyDeleteThanks
ReplyDeleteঅ সাম
ReplyDeleteঅ সাম
ReplyDeleteঅসাধারন
ReplyDeleteঅসাধারন
ReplyDeleteদারুন হয়েছে ভাইয়া
ReplyDeleteদারুন
ReplyDeleteতাই
Deleteতাই
DeleteM.HAQUE, Very fine advice,Many many Thanks.
ReplyDelete