লেবুর গায়ে রক্ত
একটি ছুরিতে লাল জবাফুল ঘষিয়া শুকাইয়া লইবে।এরুপ চার পাঁচবার
করিয়া রাখিবে।খেলা দেখাবার এই ছুরি দিয়া একটি বড় লেবুর গায়ে বসাইয়া মাঝামাঝি কাটিতে
থাকিলে ওই লেবু হইতে রক্ত পড়িতে থাকিবে।
ডিমকে বোতলে প্রবেশ করানো
একটি টাটকা হাঁসের ডিম লইয়া উহাকে চার পাঁচ ঘন্টা ভিনিগারে
ভিজাইয়া রাখিয়া দিলে ডিম নরম হইয়া থাকে।তখন ডিমকে বোতলের মধ্যে প্রবেশ করাইতে কোনো
প্রকার কষ্ট হয় না।
হাতের উপর জলন্ত কাপর
এই কার্য্য করিতে হইলে আগে হইতে দুহাতে ঘৃতকুমারীর শাঁস মাখাইয়া
শুকানো করা দরকার,পরে ওই জলন্ত কাপড় হাতে রাখিলে হাত পুড়িয়া যাইবে না।
নকল জ্যোৎস্না
এই খেলা দেখাইতে হইলে একটি অন্ধকার ঘরের প্রয়জন।সেই ঘরে একটি
লোহার হাতার উপর কিছু গন্ধক গলাইয়া তার উপর অল্প পরিমানে তামার গুঁড়ো ফেলিয়া দিবে,এইরুপ
করিলে সেই ঘর জ্যোৎস্নায় ভরিয়া যাইবে।
No comments:
Post a Comment